নগরীতে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনীর আজ শনিবার শেষ দিন। কুমিল্লা গার্লস মার্কেটের উদ্যোগে নগরীর কান্দিরপাড়ের বধুয়া পার্টি সেন্টারের প্রথম তলায় গত বৃহস্পতিবার প্রদর্শনী শুরু হয়। এতে অনলাইন এবং অফলাইনে পণ্য ও সেবা বাণিজ্যিকভাবে সরবরাহের কাজে নিয়োজিত নারীরা অংশ নেন।
প্রদর্শনীতে ৩৫ জন নারী উদ্যোক্তা স্টল বরাদ্দ পেয়েছেন। এতে আনন্দ ইভেন্ট প্ল্যানার ও বধুয়া ফুড ভিলেজ সহযোগিতা করছে।
কুমিল্লা গার্লস মার্কেটের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার রেজওয়ানা হোসাইন ভাবনা বলেন, অনলাইন এবং অফলাইনের নারী উদ্যোক্তাদের নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে। নারী উদ্যোক্তাদের বাণিজ্যিক ভাবে এগিয়ে নিতে এবং উৎসাহ দিতে এ ধরনের আয়োজন। আশা করি, এই প্রদর্শনী থেকে কুমিল্লার নারীরা নতুন উদ্যম পাবে।’