নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনসহ তাঁর ১০ সহযোগীর বিরুদ্ধে মাদক মামলায় সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালতে এই সাক্ষ্য গ্রহণ করা হয়।
এদিন আদালতে নূর হোসেনসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে ৩ কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যদাতারা হলেন বর্তমানে সিলেট রেঞ্জে কর্মরত পুলিশ সুপার এস কে আলাউদ্দিন, উপপরিদর্শক কাজী শাওন ও সহকারী উপপরিদর্শক সেলিম। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী ১২ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।
এই মামলায় নূর হোসেনের অন্যান্য সহযোগী হলেন শাহ জালাল বাদল, শাহজাহান, জামাল, নূর উদ্দিন, শানাউল্লাহ, রিপন ওরফে ভ্যানিজ রিপন, হারুন অর রশিদ ও আলী মোহাম্মদ।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, সাক্ষ্য গ্রহণ শেষে দুপুরে কড়া নিরাপত্তায় নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে উদ্দেশে নেওয়া হয়েছে নূর হোসেনকে।