হোম > ছাপা সংস্করণ

বালতিতে চাল পরিমাপ দেড়-দুই কেজি কম

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে ভিজিএফের চাল পরিমাপে কম দেওয়ার অভিযোগ উঠেছে। ওজনের বদলে বালতি দিয়ে দেওয়ায় দেড় থেকে দুই কেজি করে চাল কম পাওয়া যাচ্ছে বলে উপকারভোগীরা অভিযোগ করেছেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল বুধবার উপজেলার সান্তাহার ইউনিয়নে হতদরিদ্রদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ শুরু করা হয়। এ সময় চাল ওজনে কম দেওয়ার অভিযোগ উঠে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তির বিরুদ্ধে।

ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের ১ হাজার ৫০২টি পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। কিছুক্ষণ পর ওজনে কম দেওয়াকে কেন্দ্র করে উপকারভোগীরা বিতরণ এলাকায় হইচই করতে থাকেন। বিষয়টি অনেকে ইউপি চেয়ারম্যানকে জানানোর চেষ্টা করলেও তিনি তাঁদের কথায় কোনো কর্ণপাত করেননি।

চাল পাওয়া সান্দিড়া গ্রামের রত্না হালদার, মৌমিতা, পানলা গ্রামের রীনা বেগম, আঁখি আক্তার, দমদমা গ্রামের খলিলুর রহমানসহ বেশ কয়েকজন পাশের দোকানে গিয়ে মেপে দেখেন, প্রত্যেকে আট থেকে সাড়ে আট কেজি চাল পেয়েছেন।

রীনা বেগম জানান, তিনি সাড়ে আট কেজি চাল পেয়েছেন। বিষয়টি চেয়ারম্যানকে জানালে তিনি বলেন, তিনি পাঁচ কেজি করে চাল দেবেন, কারও কিছু করার থাকলে করতে পারেন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ইউপি সদস্য জানান, চেয়ারম্যান চাল বিতরণে তাঁদের না রেখে তাঁর দলীয় নেতা-কর্মী ও নিজস্ব লোকজন দিয়ে বিতরণকাজ করছেন। কোনো প্রকার ওজন যন্ত্র ব্যবহার না করে বালতি দিয়ে ইচ্ছামতো চাল দেওয়া হচ্ছে। এ কারণে সবাই কম চাল পেয়েছেন।

এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান তৃপ্তির মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।

যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায় জানান, বিষয়টি দেখভালের জন্য সেখানে একজন ট্যাগ অফিসার নিয়োগ করা আছে। তিনিই বিষয়টি দেখবেন।

দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক আমিনুল ইসলামের সঙ্গে এ নিয়ে কথা হলে তিনি বালতি দিয়ে চাল দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বালতির মাপ চেয়ারম্যান ঠিক করে দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ