সাতক্ষীরার তালায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত কুমার বিশ্বাসের সঙ্গে ‘আমরা বন্ধু’ তালা উপজেলা টিমের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আমরা বন্ধু তালা উপজেলা টিমের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস সাতক্ষীরা জেলাব্যাপী আমরা বন্ধুর কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং তালা উপজেলাতে সমাজসেবকমূলক নানা কর্মকাণ্ডের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন।
শিশুদের নিয়ে কাজের পাশাপাশি মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে সর্বাত্মক সচেতনতা তৈরির লক্ষ্য কাজ করার আহ্বান জানান।
এ সময় আমরা বন্ধু তালা উপজেলা টিমের সদস্য শেখ রশীদুজ্জামান রাজা, সরদার জিসান আহমেদ, আবদুল্লাহ আল জুবায়ের প্রান্ত, অর্ঘ্য ঘোষ, মো. সামিউল ইসলাম, সরদার সাব্বির হোসেন, জিএম রাহাদ হোসেন শোভন, অর্ক মজুমদার, সুমন ইসলাম, আশিকুর রহমান মিরাজ, সানজিদা হুমা তানিম, সুরভী সাদিয়া লিমা, আয়শা আক্তার রলি।
প্রসঙ্গত, আমরা বন্ধু ২০১৫ সাল থেকে সাতক্ষীরার তৃণমূল পর্যায়ে শিশুদের কল্যাণে নানামুখী কাজ করছে।