হোম > ছাপা সংস্করণ

দেওয়ানগঞ্জে অবৈধ দুই হাসপাতাল সিলগালা

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে অভিযান চালিয়ে দুটি অবৈধ বেসরকারি হাসপাতাল সিলগালা করা হয়েছে। সরকারি অনুমোদন না থাকায় এ দুটি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া একটি প্রাইভেট হাসপাতাল ও দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত বুধবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জামালপুর র‍্যাব-১৪ এর যৌথ টাস্কফোর্স উপজেলার বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসান হাবিব, র‍্যাব ১৪ এর স্কোয়াড্রন লিডার আশিকুজ্জামান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ উপজেলায় সরকারি বিধি অমান্য করে বেশ কিছু বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে।

এসব প্রতিষ্ঠানকে ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সতর্ক করা হলেও তা অমান্য করেছে ওই সবপ্রতিষ্ঠান। বুধবার অবৈধ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়ে পরিপত্র জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। পরিপত্রের নির্দেশনা মোতাবেক যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।

অভিযানে উপজেলার সদর ইউনিয়নের খড়মা বাজারে অবস্থিত দেওয়ানগঞ্জ আধুনিক হাসপাতাল, পৌর শহরের বাজারিপাড়া এলাকার সুরভী ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে সিলগালা করা হয়। পৌর শহরের বেলতলী এলাকার বিসমিল্লাহ জেনারেল হাসপাতাল, ডালবাড়ী এলাকার বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার ও রাফি ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে লাইসেন্স বিহীন হাসপাতাল বন্ধ করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ