হোম > ছাপা সংস্করণ

মালিকদের দ্বন্দ্বে দুর্ভোগ যাত্রীর

বরগুনা প্রতিনিধি

বরগুনা ও পটুয়াখালী জেলার পরিবহন মালিক সমিতির দ্বন্দ্বে তিন রুটে চলছে না কোনো বাস। এতে ভোগান্তিতে পড়েছেন বরগুনা-বরিশাল, কুয়াকাটা-পটুয়াখালী ও আমতলী-তালতলী রুটে চলাচলকারী যাত্রীরা। গত বুধবার সকাল থেকে এই তিন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

তিন রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পটুয়াখালীর গলাচিপা এলাকার বাসিন্দা আবদুর রহমান বলেন, ‘আমি আমতলীতে চাকরি করি। পটুয়াখালী থেকে নিয়মিত আসা-যাওয়া করি। বাস বন্ধ থাকায় খুবই বিড়ম্বনায় পড়েছি। এখন তিন গুণ বেশি ভাড়া দিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেলে যাতায়াত করছি। একই অবস্থা বরগুনা থেকে বরিশালগামী যাত্রীদেরও।’

বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. সগীর মিয়া বলেন, বরগুনা ও পটুয়াখালী বাস মালিক সমিতির মধ্যে আনুপাতিক হারে বাস চলাচল করে আসছে। ২০১৯ সালে বরিশালে এবং ২০২১ সালে ঢাকায় বাস মালিক সমন্বয় পরিষদের এক সভায় দুই জেলার বাস মালিক সমিতির মধ্যে একটি সমঝোতা হয়। সমঝোতা অনুযায়ী বরিশাল, কুয়াকাটা, পটুয়াখালী, আমতলী, তালতলী রুটে আনুপাতিক হারে দুই জেলার বাস মালিক সমিতি বাস পরিচালনা করবে।

সগীর মিয়া আরও বলেন, ঠিকভাবে বাস চলাচল করলেও ১৮ মে থেকে উল্লিখিত রুটে বাস চলাচলে বাধা সৃষ্টি করে পটুয়াখালী বাস মালিক সমিতি। তারা বরগুনা বাস মালিক সমিতির সব বাস পটুয়াখালী বাসস্ট্যান্ডে আটক করে। এ দ্বন্দ্বের জেরে বরগুনা বাস মালিক সমিতির লোকজন এবং শ্রমিকেরা গত বুধবার সকাল থেকে বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা, তালতলী রুটে চলাচলকারী পটুয়াখালী বাস মালিক সমিতির সব বাস আমতলী হাসপাতাল সড়কের সামনে আটকে রেখে চলাচল বন্ধ করে দেন।

বরগুনা বাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু বলেন, ‘পটুয়াখালী বাস মালিক সমিতি আমাদের সঙ্গে খামখেয়ালি করে বাস চলাচলে সমস্যা সৃষ্টি করছে। এক সপ্তাহ ধরে তারা আমাদের সব বাস আটকে রেখে হয়রানি করছে।’

পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা বলেন, বরগুনা বাস মালিক সমিতি বরিশাল, কুয়াকাটা, পটুয়াখালী, আমতলী, তালতলী রুটে রেশিও অনুযায়ী যে বাস পাবে তার চেয়ে বেশি পরিমাণ বাস নামিয়ে সড়কে পরিচালনা করছে। বাস আটকের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমরা তাঁদের বাস আটকাইনি। উল্টো তাঁরা আমাদের সব বাস আটক করে রেখেছেন।’

এ ব্যাপারে পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘এ বিষয়ে আমি অবগত আছি। বরগুনার সঙ্গে কথা হয়েছে দুই পক্ষের মধ্যে আলোচনা বসবে। ভোগান্তিও কেটে যাবে।’

এ ব্যাপারে বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, পটুয়াখালী এবং বরগুনা বাস মালিক সমিতির মধ্যে দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রীদের দুর্ভোগ নিরসনে পটুয়াখালী ও বরগুনা বাস মালিক সমিতির সঙ্গে আলোচনা করে বাস চলাচলের উদ্যোগ নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ