ঢাকার কেরানীগঞ্জে কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর গ্রামে ময়লা সংগ্রহের ভ্যান ও ট্রলি দিয়ে বর্জ্য ব্যবস্থাপনা কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় কোন্ডা ইউপি চেয়ারম্যান ফারুক চৌধুরী।
কোন্ডা ইউপি চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেন, ‘আমাদের কোন্ডায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বর্জ্য ব্যবস্থাপনা। প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর আর্থিক অনুদানে দোলেশ্বর গ্রামে কয়েকটি ময়লা সংগ্রহের ভ্যান ও ট্রলি দিয়ে বর্জ্য ব্যবস্থাপনার কাজটি প্রাথমিক ভাবে শুরু করলাম। ভবিষ্যতে আরও বড় আকারে শুরু করব, যেখানে কাঁচা বর্জ্য থেকে আমরা বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা দেখাতে পারব।