টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের (এসপি) পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাতে পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে জেলা পুলিশ এই সভার আয়োজন করে। সভার শুরুতে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার সাংবাদিকদের সঙ্গে পরিচিত হওয়াসহ কুশলাদি বিনিময় করেন।
এ সময় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদীব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জয়ব্রত পাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা প্রমুখ।