কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘গুড গভর্নেন্স অ্যান্ড ইনোভেশন’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টায় এ প্রশিক্ষণ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ূন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব। সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, ‘সরকারি নীতিমালা অনুযায়ী আমাদের কাজ করা কর্তব্য। আপনারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেবেন।’