কাউনিয়া উপজেলা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ গতকাল সোমবার লাশটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠায়।
মৃত সালেহা বেগম (৫৫) হারাগাছ ইউনিয়নের চরনাজিরদহ গ্রামের শহীদ আলীর স্ত্রী। তিনি গত রোববার বিকেলে শয়ন ঘরে বাঁশের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, শহীদ রোববার দুপুরে বিক্রি করার জন্য বাড়ির পাশে নিজেদের বাগানের বাঁশ কাটতে যান। কিন্তু এতে বাধা দেন স্ত্রী সালেহা। এ নিয়ে একপর্যায়ে স্বামী-স্ত্রী দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
এরপর শহীদ রাগ করে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে চলে যান। অন্যদিকে সালেহা অভিমান করে বিকেল ৪টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
পরিবারের লোকজন অনেকক্ষণ ধরে দেখছিল সালেহার ঘরের দরজা বন্ধ। পরে দরজা ভেঙে ঘরের মধ্যে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলামবলেন, বাধা না শোনায় স্বামীসঙ্গে অভিমান করে সাহেলাবেগম আত্মহত্যা করেছেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।