বরিশাল নগরীতে হলুদ অটোরিকশার বৈধতা ও চলাচলের অনুমতি, সব চালকদের লাইসেন্স প্রদান, নগরীর ৫০ হাজার অটো শ্রমিকদের বাঁচার সুযোগসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। জেলা ও মহানগর ব্যাটারি চালিত (হলুদ অটো রিক্সা) শ্রমিক সংগঠনের নেতারা গতকাল বুধবার সকালে এসব দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। নগরীর ফকিরবাড়ি রাখাল বাবুর পুকুর এলাকায় ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই সমাবেশ শুরু হয়।
বরিশাল মহানগর (অটোরিকশা) শ্রমিক সংগঠনের সভাপতি মোশারেফ গাজির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লতিফ সিকদার লেদু, সহসভাপতি জামাল মজুমদার, সাংগঠনিক সম্পাদক কালাম সরদার, কোষাধ্যক্ষ জামাল গাজি প্রমুখ।
পরে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরাবর স্মারকলিপি দেওয়া হয়।