চট্টগ্রামের বাঁশখালীতে বন্য হাতি হত্যার দায়ে দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত সোমবার দুপুরে বাঁশখালী আমলি আদালতের বিচারক মো. মাইদনুল ইসলাম এ নির্দেশ দেন। দেশে এই প্রথম হাতি হত্যার দায়ে দুজনকে কারাগারে পাঠানো হলো। আদালত সূত্রে গতকাল মঙ্গলবার এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ৩০ নভেম্বর বাঁশখালীর লটমনিতে বৈদ্যুতিক শক দিয়ে একটি বন্য হাতিকে হত্যার পর মাটিচাপা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ৫ ডিসেম্বর বাঁশখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কালিপুর রেঞ্জের বিট কর্মকর্তা দেলোয়ার হোসেন বাদী হয়ে বন্যপ্রাণি সংরক্ষণ নিরাপত্তা আইনে তিন জনের নাম উল্লেখ করে মামলা করেন। আসামিরা হলেন আব্দুল আলিম, তাঁর ছেলে নেজাম উদ্দিন ও মো. ইউছুপ।
বাঁশখালী আদালতের জিআরও জাহাঙ্গীর আলম বলেন, গত সোমবার দুপুরে আবদুল আলিম (৫৫) ও নেজাম উদ্দিন (২০) বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে আসেন। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালীর জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা ও ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘দুই আসামিকে জেলহাজতে প্রেরণ করার রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।’