বাগেরহাটের মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নে দ্রুত নির্বাচনের দাবিতে ঝাড়ু নিয়ে মোটরসাইকেল মিছিল করা হয়েছে। এক সপ্তাহ ধরে প্রতিদিন বিভিন্ন বাজারে চলছে এ মিছিল। মিছিলে ৯টি ওয়ার্ডের ৪৯ জন সদস্য প্রার্থী ও তাঁদের সমর্থকেরা অংশগ্রহণ করেন।
জানা গেছে, নিশানবাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু ২০১৬ সালে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। এ বছর তিনি দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হন। পরে আবার প্রত্যাহার করে সীমানা বিরোধের মামলা দায়ের করলে নির্বাচন স্থগিত হয়ে যায়। গত ২০ সেপ্টেম্বর এখানে ভোট হওয়ার কথা ছিল। ১৭ সেপ্টেম্বর নির্বাচন স্থগিতের ঘোষণা আসে।
করোনা মহামারির কারণে দুই দফা নির্বাচন স্থগিতের পরে মামলা করে আবারও স্থগিত করায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুকে নিশানবাড়িয়া ইউনিয়নে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং একটানা আন্দোলন কর্মসূচি পালন করে চলছেন। ফলে আব্দুর রহিম বাচ্চু ইউনিয়ন পরিষদে যেতে পারছেন না।
মামলা প্রত্যাহার না করা পর্যন্ত বিক্ষোভ, প্রতিবাদ কর্মসূচি চলমান থাকবে এবং চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও পথসভায় ঘোষণা দেওয়া হয়।
এ ব্যাপারে চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে ফোন করলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।