সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্বশত্রুতার জেরে এক কৃষকের ঘরে আগুন দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের কৈবর্তগাতীঁ গ্রামে আগুন দেওয়ার ঘটনায় ঘটে। গত রোববার বিকেলে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেন ক্ষতিগ্রস্ত কৃষক রবিউল করিম।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে ওই গ্রামের রবিউল করিমের ঘরে পূর্বশত্রুতার জেরে কে বা কারা আগুন দেয়। এ সময় চারটি মোটরসাইকেলসহ দুটি ধানমাড়াইয়ের মেশিন পুড়ে যায়। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শুক্রবার গভীর রাতে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের শনাক্ত করা যায়নি। তবে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।