পিরোজপুরের ইন্দুরকানীতে লন্ডনের রামসগেট সিটি মেয়র রওশন আরা রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার বিকেলে ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন লন্ডনের রামসগেট মেয়র রওশন আরা রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন তাঁর স্বামী ও লন্ডনের ব্যবসায়ী রেজাউর রহমান জামান, ইন্দুরকানী থানার ওসি এনামুল হক, জেপির উপজেলা সভাপতি ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবীর, ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করীম ইমন, বিদ্যালয়ের জমিদাতা শাহজাহান হাওাদার, শিক্ষক জাহিদুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদুল ইসলাম শিমুল।
এ সময় রামসগেট সিটি মেয়র শিশুদের জন্য ১৫টি হুইল চেয়ার উপহার দেন। পরে তিনি বিদ্যালয় পরিদর্শন করেন।