নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ৯টার দিকে আদমজী ইপিজেডের মেইন গেটের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ সময় আসামিদের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গতকাল রোববার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় নাসিমা আক্তার নামে এক গার্মেন্টসকর্মী বাদী মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন পটুয়াখালীর চান্দুখালী থানার মামুন খাঁ (২৩) ও একই জেলার কোতোয়ালি থানার চরমোনাইর গ্রামের কাবুল (৩২)। তাঁরা কদমতলী গ্যাস লাইন এলাকার ভুট্টো সুমনের বাড়িতে ভাড়া থাকতেন।
মামলা সূত্রে জানা যায়, আদমজী ইপিজেডের সামনে দিয়ে যাওয়ার সময় অভিযুক্ত মামুন খাঁ পেছনের দিক থেকে বাদীর মোবাইল হঠাৎ টান দিয়ে পালানোর চেষ্টা করলে পথচারীরা তাঁকে ধরে ফেলেন। পরে কাবুল অজ্ঞাতনামা কয়েকজনকে নিয়ে মামুনকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তাঁকেও আটক করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ছিনতাই মামলা হয়েছে। রোববার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।