বরিশাল নগরী ও বিভিন্ন উপজেলায় দুর্নীতি বিরোধি দিবস পালিত হয়েছে গতকাল। এ উপলক্ষে সভা, শোভাযাত্রাসহ নানা আয়োজন হয়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো সংবাদে।
বরিশাল নগর: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্যাপন উপলক্ষে দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, বরিশালের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় বরিশাল নগরীর শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব প্রলয় চিসিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব সোহেল মারুফ, সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবির সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জনাব রাবেয়া খাতুন। পরে দুদক পরিচালক মো. জুলফিকার আলীর সভাপতিত্বে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আগৈলঝাড়া: উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শিক্ষক, শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তারা শোভাযাত্রা বের করেন। পরে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
বাবুগঞ্জ: গতকাল সকালে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনটি হয়।
মুলাদী: মুলাদীতে দুর্নীতি প্রতিরোধে গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই কর্মসূচির আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল হাসান প্রমুখ।