আশাশুনির প্রতাপনগর ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নূরে আলম সিদ্দিকী তাঁর ছোট ভাই আলামিনকে কুপিয়ে জখম করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন। গত শুক্রবার বিকেলে আশাশুনি প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নূরে আলম তাঁর লিখিত বক্তব্যে জানান, আনারস প্রতীকের প্রার্থী আবু দাউদ ঢালী তাঁর নির্বাচনী কাজে শুরু থেকেই বাধা সৃষ্টি করে আসছেন। গত ২৯ ডিসেম্বর হিজলিয়া কোলায় গণসংযোগ ও পথসভায় মারমুখি আচরণ ও ভয়ভীতি দেখিয়ে নির্বাচনী মাঠ ছাড়তে হুমকি দেয়। পরদিন সকালে তাঁর ছোট ভাই আলামিন নির্বাচনী কাজে তালতলা বাজারে গেলে দাউদ ঢালীর সমর্থক উজ্জল, খালেক ও আনারুলসহ দুস্কৃতকারীরা আলামিনের ওপর হামলা করে। এ ঘটনায় তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে ফোন ও থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।
পুলিশে অভিযোগ করায় নূরে আলমের কর্মীদের হাত-পা ভেঙ্গে দেওয়া ও খুন করার হুমকী দেয় ঢালীর সমর্থকেরা। গত শুক্রবার বেলা ১১টার দিকে চশমা প্রতীকের নির্বাচনী প্রচার কাজে নিয়োজিত কর্মী ফেরদৌস গাজীকে ফুলতলা বাজারে একা পেয়ে রফিকুল ইসলাম বলেন, ‘ধর, শুয়োরের বাচ্চাকে প্রচারের স্বাদ মিটিয়ে দে’। এমন কথা বলার সঙ্গে সঙ্গেই ঢালীর সমর্থক উজ্জ্বল, খালেক দেশিয় অস্ত্র দিয়ে ফেরদৌসের (১৬) ওপর হামলা চালায়। হামলায় তাঁর মাথা কেটে যায়। পরে তাঁকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়।
ইউনিয়নের আইনশৃংখলা রক্ষা ও নির্বাচনের শান্তিপূর্ণ অবস্থা নিশ্চিতের জন্য তিনি আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।