পার্বত্য জেলা রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে জনসংহতি সমিতির (জেএসএস) এক সদস্য নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে বন্দুকভাঙা চারিহং এলাকায় এ ঘটনা ঘটে। রাঙামাটির কোতোয়ালি থানার ওসি কবির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম আবিষ্কার চাকমা (৩৫)। তিনি চাকমা বালুখালী ইউনিয়নের কান্দেবছড়া জলৎকার মনি চাকমার ছেলে। স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত আবিষ্কার চাকমা জেএসএস মূল দলের সদস্য ছিলেন। সম্প্রতি তিনি বন্দুকভাঙায় এসে অবস্থান করছেন এমন তথ্য পেয়ে প্রতিপক্ষের অস্ত্রধারী লোকজন গতকাল ভোরে বন্দুকভাঙা চারিহং এলাকার মানিক্য চাকমার বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির ভেতরে চেয়ারে বসে ছিলেন আবিষ্কার চাকমা। অস্ত্রধারীরা তাঁকে দেখার সঙ্গে সঙ্গে গুলি করে তারা পালিয়ে যায়।
খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবার মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।