চাঁপাইনবাবগঞ্জে ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সদস্যরা। গ্রেপ্তার ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বাসিন্দা। তাঁর নাম তাজেল শেখ(৬২)।
গতকাল রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত শনিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন কলাপট্টি এলাকায় অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন কোম্পানির উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. ওমর আলী।
অভিযানে সদর থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণে আইনের এক মামলায় সাজাপ্রাপ্ত আসামি তাজেল শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। দুপুরে পুলিশ তাঁকে আদালতে হাজির করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।