হোম > ছাপা সংস্করণ

আবারও রেডিও জকি পড়শী

অবারও রেডিও জকির ভূমিকায় আসছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। আজ থেকে জাগো এফ এম স্টেশনে শুরু হচ্ছে তাঁর নতুন অনুষ্ঠান ‘মিউজিক স্টেশন উইথ পড়শী’। অনুষ্ঠানের প্রতি পর্বে পড়শীর অতিথি হিসেবে থাকবেন একজন সংগীতশিল্পী। নতুন অনুষ্ঠান নিয়ে পড়শী বলেন, ‘এর আগে আর জে হিসেবে কাজ করলেও এবারের অনুষ্ঠানটি একেবারে আলাদা ধরনের। আগে আমি শ্রোতাদের সঙ্গে আড্ডা দিয়েছি। এবার আড্ডা হবে সংগীতশিল্পীদের সঙ্গে। এখানে প্রতি সপ্তাহে আমার সঙ্গে একজন সংগীতশিল্পী থাকবেন। এক ঘণ্টা আমরা তাঁর গান শুনব এবং গান নিয়ে আড্ডা হবে। আশা করি অনুষ্ঠানের মাধ্যমে শ্রোতারা তাঁদের পছন্দের শিল্পীদের অনেক কিছুই জানতে পারবেন। সবাই পছন্দ করবেন অনুষ্ঠানটি।’

এর আগে ২০১৬ সালে ‘পড়শী নাইটস: অন্য রকম ফিলিংস’ নামের একটি অনুষ্ঠানের আরজে ছিলেন পড়শী। ২০২০ সালেও রেডিও জকি হিসেবে কাজ করেছেন তিনি। 
এদিকে গানের পাশাপাশি অভিনয়েও পাওয়া যাচ্ছে পড়শীকে। গত ভালোবাসা দিবস ও ঈদে একাধিক নাটক প্রচার হয়েছে তাঁর। এর মধ্যে ‘লাভ স্টেশন’ ও ‘ভালোবাসার তিন দিন’ নাটক দুটি প্রশংসিত হয়। দুটি নাটকেই পড়শীর সহশিল্পী ছিলেন ফারহান আহমেদ জোভান। এবার ঈদে অবশ্য অভিনেত্রী পড়শীকে দেখা যাবে না টিভির পর্দায়। কিন্তু পড়শী জানিয়েছেন, ঈদের পরে আবার অভিনয়ে ফিরবেন তিনি। বেশ কিছু চিত্রনাট্য নিয়ে আলোচনা চলছে তাঁর।  

রেডিও-টিভির কাজের পাশাপাশি বেশ কিছু গানও তৈরি করেছেন পড়শী। চলতি মাস থেকে প্রতি মাসেই নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন একটি করে গান। এ বিষয়ে পড়শী বলেন, ‘আমি গানের মানুষ। তাই গান নিয়েই থাকতে চাই। সবকিছুর আগে-পরে গানই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাই প্রতি মাসে আমার ইউটিউব চ্যানেল থেকে একটি করে গান প্রকাশ করার পরিকল্পনা করেছি। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে আসবে প্রথম গানটি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ