পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মাছের খামারে বিষ প্রয়োগ করে প্রায় চার লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পৌরসভার নোয়াইল গ্রামে গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ভুক্তভোগী মাসুম মিয়ার বোন রিনা বেগম এ বিষয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।