কুমিল্লার ব্রাহ্মণপাড়ার দুলালপুর বাজারের ব্যবসায়ী সংগঠনের নির্বাচন আগামী ৮ নভেম্বর। এতে ব্যবসায়ীদের মধ্যে নির্বাচনী আমেজ বইছে। প্রার্থীরা প্রতীক পেয়ে প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছেন। নির্বাচনে মোট ৪টি পদে লড়বেন ৭ জন প্রার্থী। মোট ভোটার রয়েছেন ১৪৪ জন।
নির্বাচনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১ জন ও কোষাধ্যক্ষ পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সাংগঠনিক পদে অন্য কোনো প্রার্থী না থাকায় একজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রত্যেকে ৩টি পদে ভোটাধিকার প্রয়োগ করবেন। সময় ঘনিয়ে আসায় প্রার্থীরা ভোটারদের নিকট বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার কথা বলে ভোট চাইছেন।
দুলালপুর বাজার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী আবদুল হান্নান সরকার বলেন, দুলালপুর বাজারের ব্যবসায়ী সংগঠনের নির্বাচন দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সুষ্ঠুভাবে ব্যবসায়ী সংগঠনের নির্বাচন পরিচালনার জন্য প্রায় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।