হোম > ছাপা সংস্করণ

বদির হাতে আ.লীগের তিন নেতা মার খাওয়ার ঘটনায় তদন্ত কমিটি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক বিতর্কিত সাংসদ আবদুর রহমান বদি ও তাঁর দলবলের হাতে আওয়ামী লীগের তিন নেতাকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গত শনিবার টেকনাফ উপজেলা আওয়ামী লীগ এ ঘটনায় তদন্ত করতে তিন সদস্যের এ কমিটি গঠন করে। কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তবে কমিটির সদস্য কারা জানতে চাইলে তিনি বলেন, কৌশলগত কারণে কমিটির সদস্যদের নাম প্রকাশ করা যাচ্ছে না। কমিটি এর মধ্যে তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, শুক্রবার পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় বিভিন্ন বিষয়ে মতবিরোধের জের ধরে সভাস্থলেই তিন নেতাকে বেধড়ক পিটিয়েছেন বদি ও তাঁর দলবল।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ