হোম > ছাপা সংস্করণ

শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। গতকাল সোমবার এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক তাহমিনা ফেরদৌস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। নির্বাচনে উপাচার্যপন্থী এবং উপাচার্যবিরোধী শিক্ষকেরা দুটি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, উপাচার্যবিরোধী আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ এবং বিএনপিপন্থী শিক্ষক সংগঠন ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ এক জোট হয়ে ‘শিক্ষক ঐক্য ফোরাম’ শীর্ষক নির্বাচনী প্যানেল ঘোষণা করেছে।

এ প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন রসায়ন বিভাগের বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক মাহবুব কবির এবং সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের আওয়ামীপন্থী শিক্ষক অধ্যাপক আমজাদ হোসেন। ১৫ জন শিক্ষক নিয়ে গঠিত প্যানেলটিতে সাতজন প্রার্থী বিএনপি সমর্থিত এবং আটজন আওয়ামী লীগের।

আওয়ামী লীগ সমর্থিত উপাচার্যপন্থী শিক্ষকদের প্যানেল ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে আইবিএ’র অধ্যাপক মোতাহার হোসেন।

স্বতন্ত্র থেকে নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলা বিভাগের অধ্যাপক এ এস এম আবু দায়েন এবং সাধারণ সম্পাদক পদে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক কে এম মহিউদ্দিন। সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন গণিত বিভাগের অধ্যাপক আবেদা সুলতানা ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ইসমত আরা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ