বুকে ব্যথা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চিকিৎসকেরা জানিয়েছেন, আগের চেয়ে তাঁর শারীরিক অবস্থা ভালো।
গতকাল বুধবার ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। এর আগে সকাল ১০টার দিকে কাদেরকে দেখতে হাসপাতালে যান কাদের মির্জা। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সার্বক্ষণিক ওনার খোঁজখবর নিচ্ছেন। এখন বিদেশে নেওয়ার পরিকল্পনা নেই। তিনি মোটামুটি সুস্থই বলা যায়। আশা করি, তিন-চার দিনের মধ্যে বাসায় ফিরতে পারবেন।’
একই দিন সকাল ১০টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের খোঁজখবর নিতে হাসপাতালে যান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তবে দর্শনার্থীদের প্রবেশে বিধিনিষেধ থাকায় ওবায়দুল কাদেরের সঙ্গে তিনি দেখা করতে পারেননি।
এদিকে ওবায়দুল কাদেরের চিকিৎসায় ১০ সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।