হোম > ছাপা সংস্করণ

পুলিশি হয়রানি বন্ধের দাবি খুলনা বিএনপির

নিজস্ব প্রতিবেদক, খুলনা

পুলিশি অভিযানে সোমবার রাতে বটিয়াঘাটা থানা বিএনপির সাধারণ সম্পাদকসহ ১১ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। ২২ নভেম্বর খুলনা থানায় পুলিশের দায়ের করা সহিংসতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে চালান দেওয়া হয়। খুলনা বিএনপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। অবিলম্বে গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধ করার দাবি জানিয়ে বলা হয়েছে, অন্যথায় এর বিরুদ্ধে কঠোর কর্মসূচি নেওয়া হবে।

গতকাল মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ে তাৎক্ষণিকভাবে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন। তিনি অভিযোগ করে বলেন, সোমবার রাতে খুলনা থানা-পুলিশ নিজস্ব এলাকার বাইরে গিয়ে রাতভর অভিযান চালিয়ে বটিয়াঘাটা থানা বিএনপির নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে।

সকালে ঘটনার বিষয়ে জানতে লবণচরা ও হরিণটানা থানার ওসির সঙ্গে যোগাযোগ করলে তারা অভিযান প্রসঙ্গে কিছু জানেন না বলে জানান। খুলনা থানা-পুলিশ ২২ নভেম্বরের সহিংসতা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়েছে।

যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফারুক হোসেন, নুরুল ইসলাম মামুন, মিজানুর রহমান মিজান, নুর ইসলাম, আহাদ, হেমায়েত হাওলাদার, আলমগীর, আনসার, আব্দুস সামাদ, জাকির হোসেন ও বাঘা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ