হোম > ছাপা সংস্করণ

দোষীদের গ্রেপ্তার দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশাল প্রতিনিধি

ঢাকা-বরিশাল নৌপথে এমভি সুরভী-৯ লঞ্চে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের মারধরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার এ মানববন্ধনের আয়োজন করে বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিইমজা)।

নগরীর অশ্বিনীকুমার হলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়।

সংগঠনের সভাপতি ফেরদাউস সোহাগের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বরিশাল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সাংবাদিক মানবেন্দ্র বটব্যাল, মুরাদ আহম্মেদ, সাইফুর রহমান মিরন, অপূর্ব অপু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সুরভী-৯ লঞ্চে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মিজানসহ দোষীদের এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি কোতোয়ালি পুলিশ।

অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলন করা হবে বলে জানান বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা।

উল্লেখ্য, ৯ জানুয়ারি সুরভী-৯ লঞ্চে যাত্রীদের ওপর লঞ্চ স্টাফদের হামলার ভিডিও ধারণ করতে গেলে লঞ্চের মধ্যে চ্যানেল ২৪ এর ক্যামেরা পারসন রুহুল আমিন ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাপারসন দেওয়ান মোহনকে মারধর করা হয়। অবশ্য সুরভী নেভিগেশন কোম্পানি গত ১০ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে এ ঘটনায় দুঃখ প্রকাশ করার পাশাপাশি সংশ্লিষ্ট স্টাফকে কারণ দর্শানো হয়েছে বলে জানায়। তবে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদ জানান, সুরভী কতৃপক্ষের কাছে যে দাবি তোলা হয়েছিল তা বাস্তবায়িত হয়নি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ