গোপালগঞ্জের কোটালীপাড়ার কান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার মধু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথে। গত সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা খায়রুল হাসান।
তিনি বলেন, কান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তুষার মধু ও স্বতন্ত্র প্রার্থী মান্নান শেখ মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী মান্নান শেখের পেশাগত প্রমাণপত্র ট্রেড লাইসেন্স না থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ফলে কান্দি ইউনিয়নে এখন একক প্রার্থী তুষার মধু। তুষার মধুর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাঁকে জয়ী বলা যেতে পারে। তবে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।