হোম > ছাপা সংস্করণ

রায়পুরায় পাইপগানসহ আটক ১

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের বাঁশগাড়ী ইউনিয়নে অভিযান চালিয়ে দুটি পাইপগান ও ৩ রাউন্ড কার্তুজসহ শাকিল আহমেদ (২০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার সকালে বাঁশগাড়ী ইউনিয়নের বালুয়াকান্দি গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শাকিল বাঁশগাড়ী পিয়ারাকান্দির বাসিন্দা। রায়পুরার বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মীর মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বালুয়াকান্দি গ্রামের মো. রুবেলের বাড়ির সামনে একজন লোক অবৈধ অস্ত্র বহন করছিল এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় শাকিল আহমেদ নামের একজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল জানায় ফায়ারিং পিন ও স্প্রিং সংযুক্ত দেশীয় লোহার তৈরি দুটি পাইপগান ও তিন রাউন্ড কার্তুজ মো. রুবেলের বসতঘরে লুকিয়ে রাখা হয়েছে।

ওই তথ্যের ভিত্তিতে পুলিশ রুবেলের বসতঘরে তল্লাশি চালিয়ে অস্ত্র দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় শাকিল ও রুবেলকে আসামি করে থানায় মামলা হয়েছে।

রায়পুরার বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মীর মো. সোহেল রানা বলেন, আটক শাকিলের দেওয়া তথ্যমতে দুটি পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রুবেলকে আটকের চেষ্টা চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ