জিয়ানলুইজি বুফন, ৪৪ বছর
ইতালির কারারা শহরের এক ক্রীড়া পরিবারে ১৯৭৮ সালে জন্ম বুফনের। সর্বকালের সেরা গোলরক্ষকদের একজন হওয়ার আগে ১৯৮১ সালে মিডফিল্ডার হিসেবে পার্মার যুব দলে ক্যারিয়ার শুরু করেন। এরপর লম্বা সময় কাটিয়েছেন জুভেন্টাসে। পরে ফিরে আসেন শৈশবের ক্লাব পার্মায়। এখনো ক্লাবটির অতন্দ্রপ্রহরী তিনি।
ইব্রাহিমোভিচের খ্যাতি শুধু খেলোয়াড়ি দক্ষতার কারণেই নয়, স্পষ্টভাষী হিসেবেও। ইউরোপীয় ফুটবলের প্রায় সব শীর্ষ ক্লাবগুলোয় খেলেছেন সুইডিশ তারকা। শিরোপার শোকেসও যথেষ্ট পূর্ণ। গত মৌসুমে এসি মিলানকে আবারও লিগ চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ অবদান তাঁর।
রিয়াল মাদ্রিদ সতীর্থ ইকার ক্যাসিয়াস ২০২০ সালে অবসর নিলেও এখনো খেলে যাচ্ছেন লোপেজ। স্পেনের হয়ে এক ম্যাচ খেললেও লা লিগার বেশ কটি দলের হয়ে খেলেছেন এসি মিলানের সাবেক গোলরক্ষক। রিয়ালের হয়ে ২০১৪ চ্যাম্পিয়ন লিগ জিতেছেন। এখন খেলছেন রায়ো ভায়েকানোর হয়ে।
পেশাদার ফুটবল লিগে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় কাজুয়োশি মিউরা। পাঁচটা ভিন্ন ভিন্ন দশকে খেলা বিশ্বের প্রথম ফুটবলার তিনি। বর্তমান ক্লাব সুজুকা পয়েন্ট গেটার্সের সঙ্গে চুক্তির মেয়াদ শেষে পর্তুগিজের দ্বিতীয় বিভাগের দল অলিভারেন্সে যোগ দেবেন তিনি। জাতীয় দলের হয়ে ৫৫ গোল করেছেন তিনি।