বাল্যবিবাহ প্রতিরোধে সহায়ক প্রতিবেদন প্রকাশের জন্য ‘প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১-বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস’ পেলেন পটুয়াখালীর সংবাদকর্মী মো. জহিরুল ইসলাম। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম কনফারেন্স রুমে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার দুটি ক্যাটাগরিতে দেওয়া হয়েছে।
অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সাংস্কৃতিক কর্মী ও চলচ্চিত্র অভিনেত্রী শাহনাজ খুশি, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের গার্লস রাইটস বিভাগের পরিচালক কাশফিয়া ফিরোজ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সিনিয়র সাংবাদিক জ ই মামুন, আশিক বিল্লাহ, প্রকল্প ব্যবস্থাপক নজরুল ইসলাম চৌধুরীসহ অন্যরা।
জাতীয় ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন শাহেদ শফিক (বাংলা ট্রিবিউন), নীলিমা জাহান (দ্য ডেইলি স্টার), সাজ্জাদ পারভেজ (যমুনা টিভি), নাজনীন আখতার (প্রথম আলো), এবং জাহাঙ্গীর আলম (জাগো নিউজ ২৪)।
আঞ্চলিক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন জহিরুল ইসলাম (এস এ টিভি ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম), শাকিল মুরাদ (একাত্তর টিভি), সফি খান (প্রথম আলো), এবং মাসুদুর রহমান (আজকের পত্রিকা)।