পীরগাছায় পৃথক ঘটনায় দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
নিহতরা হলেন উপজেলার ইটাকুমারী ইউনিয়নের শ্রীকান্ত গ্রামের দুলাল মিয়া এবং তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিম দেবু (ডোরাকুড়া) গ্রামের মালয়েশিয়া প্রবাসী স্বপন চন্দ্রের স্ত্রী প্রণামি রাণী।
দুজনই গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে স্বজনেরা জানিয়েছেন। পীরগাছা থানা-পুলিশ গতকাল সোমবার দুজনের লাশ উদ্ধার করে।
স্বজনেরা জানান, গৃহবধূ প্রণামি রাণীর স্বামী দীর্ঘ ১২ বছর ধরে মালয়েশিয়া প্রবাসী। রোববার রাতে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া করেন তিনি। পরে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তাঁদের এক সন্তান রয়েছে।
অন্যদিকে দুলাল মিয়ার স্ত্রী মাহফুজা বেগম বাবার বাড়ি গিয়ে আর ফিরে আসেননি। তাঁকে ফিরিয়ে আনতে অনেক দিন ধরে চেষ্টা চালান দুলাল। কিন্তু স্ত্রী ফিরে না আসায় তিনি মনের দুঃখে বাড়ির গেটের সামনে লিচু গাছে স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, ‘মরদেহ দুটির সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এগুলো মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’