হোম > ছাপা সংস্করণ

এক সপ্তাহ ধরে পাইপ ফেটে বের হচ্ছে পানি

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার পানি সরবরাহ লাইনের দুই স্থানে পাইপ ফেটে এক সপ্তাহ ধরে পানি বের হচ্ছে। বিষয়টি পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। ফলে পানি সংকটের সম্ভাবনা দেখছেন পৌরবাসী। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গোরস্থান সড়ক এবং উপজেলা পরিষদ সড়কের দুটি স্থানে সরবরাহ লাইনের পাইপ ফেটে পানি বের হচ্ছে।

গতকাল সকালে সরেজমিন দেখা যায়, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গোরস্থান সড়ক এবং উপজেলা পরিষদ সড়কের দুটি স্থানে সরবরাহ লাইনের পাইপ ফেটে পানি বের হচ্ছে। সেই পানিতে বাচ্চারা খেলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পৌরবাসী বলেন, প্রায় এক সপ্তাহ ধরে এভাবে পাইপ ফেটে পানি বের হচ্ছে। কিন্তু পৌর কর্তৃপক্ষের কোনো খোঁজ নেই। একটি বিদ্যুতের খুঁটির গোড়া থেকেও পানি বের হচ্ছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। শুষ্ক মৌসুমে এমনিতেই পানি সংকট থাকে। আর এভাবে পানি বের হলে আরও বেশি পানি সংকট দেখা যাবে। দ্রুত সমস্যার সমাধান হওয়া দরকার।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শাহীনুর রহমান শাহীন বলেন, পাইপ ফেটে পানি বের হওয়ার খবর শুনে পরিদর্শন করেছি। পৌরসভার পানি সেকশনকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। এ বিষয়ে পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুনের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ