হোম > ছাপা সংস্করণ

সড়ক অবরোধের ঘটনায় গ্রেপ্তার ৪

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নৌকা প্রতীক না পেয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার পৃথক অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে পুলিশ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করে মামলা করে।

গ্রেপ্তাররা হলেন ওয়ারুক গ্রামের বাসিন্দা মো. হোসেন পাটোয়ারী (৪৫), একই গ্রামের মেহেদী হাসান হৃদয় (২১), টামটা গ্রামের মো. সোহেল আহমেদ (২১) এবং একই গ্রামের মো. পারভেজ হোসেন (২০)।

শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান জানান, সড়কে বিশৃঙ্খলা, অগ্নিসংযোগ, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে। এ মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, টামটা দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মানিক নৌকা প্রতীকের মনোনয়ন না পাওয়ায় তাঁর ইন্ধনে ৫০ থেকে ৬০ জন লোক কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

প্রসঙ্গত, টামটা দক্ষিণ ইউপির চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মানিক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সদ্য ঘোষিত প্রার্থী তালিকায় মনোনয়ন বঞ্চিত হন।

গত বুধবার রাত ৭টায় তিনি ঢাকা থেকে এলাকায় ফিরলে শতাধিক কর্মী-সমর্থক ওয়ারুক বাজারে টায়ার ও কাঠ পুড়িয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা মানিক ও নৌকা প্রতীকের স্লোগান দিতে থাকে। বিক্ষোভকালে রাস্তায় অসংখ্য যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ