হোম > ছাপা সংস্করণ

হবিগঞ্জে পৃথক সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ৭০

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ সদর ও বানিয়াচং উপজেলায় পৃথক সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ  কমপক্ষে ৭০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে। 
জানা গেছে, হবিগঞ্জ সদর উপজেলার হুরগাঁওয়ে জমিতে পানি সেচ দেওয়া নিয়ে বিরোধের জেরে গতকাল সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন লোক আহত হয়েছেন।

হবিগঞ্জ সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান, গ্রামের পাশের হাওরের একটি ডোবা থেকে জমিতে পানি সেচ দেওয়া নিয়ে হুরগাঁও গ্রামের পূর্বপাড়ার শিরিশ আলী ও পশ্চিমপাড়ার শাহ আলম মিয়ার লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কমপক্ষে ৪০ লোকজন আহত হন। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তাঁদের হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে বানিয়াচং উপজেলায় ফুটবল খেলা নিয়ে দুই কিশোরের ঝগড়া গড়িয়েছে সংঘর্ষে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে টেঁটাবিদ্ধ হয়েছেন দুজন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকিদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল  বিকেলে আনোয়ারপুরে এ ঘটনা ঘটে।

বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, দুপুরে ওই গ্রামের শাহ আলম মিয়ার ছেলে শহিদুল ইসলাম ও একই গ্রামের মাসুক মিয়ার ছেলে জুনাইদ মিয়ার মধ্য ফুটবল খেলা নিয়ে ঝগড়া হয়। তারা দুজনই কিশোর। এর জের ধরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কমপক্ষে ৩০ জন আহত হন। এদের মধ্য জাহির মিয়া ও তাজুল ইসলামকে টেঁটাবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ