নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম বলেছেন, ‘এবার আমি নিজে নির্বাচন মনিটরিং করব। ভোটারদের মাঝে যেন ক্ষোভের সৃষ্টি না হয়, সে জন্য সবার সহযোগিতা দরকার। আমার জীবনে আমি বহু লাশ দেখেছি। নির্বাচনকে কেন্দ্র করে আমি লাশ দেখতে চাই না। আপনারা মনে করবেন না আমরা উদাসীন।’
গতকাল রোববার দুপুরে প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত প্রার্থীদের উদ্দেশে এই মন্তব্য করেন ইসি।
প্রার্থীদের অভিযোগের বিষয়ে বলেন, ‘আমরা আপনাদের সবার অভিযোগ আমলে নিয়েছি, সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আপনাদের কাছে অনুরোধ সব ভোটারদের বলবেন ভোটকেন্দ্রে যেতে। তারপরও যদি যেতে না পারে তাহলে পুলিশ, ম্যাজিস্ট্রেট, র্যাব আছে তারা ব্যবস্থা নেবে। ইভিএমে মাত্র একটি ভোট দেওয়ার সুযোগ রয়েছে। অন্য কেউ যদি ব্যালটে টিপ দেয় তাহলে ডকুমেন্টারি অভিযোগ দেবেন। দরকার হলে আমরা ভোট বন্ধ করে দেব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান, মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার, এবিএম সিরাজুল মামুন, মুফতি মাসুম বিল্লাহ, কামরুল ইসলাম বাবু প্রমুখ।