কুষ্টিয়ার দৌলতপুরে আব্দুর রহমান ওরফে শামিম নামের এক পিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ফিলিপনগর এলাকায় নিজ আস্তানা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ধর্মীয় অনুভূতিতে আঘাত করাসহ কয়েকটি অভিযোগ এনে বুধবার রাতে দৌলতপুর থানায় তাঁর নামে মামলা করেন কুষ্টিয়া সদরের বড় আইলচারা গ্রামের খালিদ হাসান সিপাই।
মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, আব্দুর রহমান ওরফে শামিমের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ছাড়াও মানুষকে জিম্মি করে ভয়ভীতি দেখানো এবং চাঁদাবাজিসহ মামলার এজাহারে আটটি অভিযোগ আনা হয়েছে।
সম্প্রতি পির শামিমকে নিয়ে দুটি ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে দৌলতপুরে চাঞ্চল্য সৃষ্টি হয়।
গত ৩০ মে ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ফজলুল হকের নেতৃত্বে স্থানীয় একটি প্রতিনিধি দল কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলামের কাছে আব্দুর রহমান শামিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে তাঁর কঠোর শাস্তি দাবি করেন। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করাসহ নিজের আস্তানায় মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের বিষয়ে শামিমের বিরুদ্ধে বিস্তর অভিযোগ করা হয়। কিন্তু ঘটনার চার মাস পরে তাঁর বিরুদ্ধে মামলা তালিকাভুক্ত করা হয় ১৫ সেপ্টেম্বর এবং পরে তাঁকে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার দিবাগত রাত ১টায়।
ফিলিপনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ বলেন, শামিম পিরকে রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত বলেন, ‘আদালতের নির্দেশ শামিমের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।’ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’