হোম > ছাপা সংস্করণ

আবহাওয়া অনুকূলে, ভালো ফলনের আশা সরিষার

গঙ্গাচড়া প্রতিনিধি

গঙ্গাচড়া উপজেলায় ফসল চাষের রবি মৌসুমে বিরাজ করছে অনুকূল আবহাওয়া। এখন পর্যন্ত দেখা যায়নি তেমন কোনো প্রাকৃতিক দুর্যোগ। এই অবস্থা বহাল থাকলে সরিষার ভালো ফলন হবে বলে আশায় আছেন কৃষকেরা।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার চাষিরা সময়মতো তাঁদের জমিতে সরিষার বীজ বপন করেছেন। গাছগুলো এখন বড় হয়ে হলুদ ও সতেজ হয়ে উঠেছে।

গতকাল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠজুড়ে সরিষা খেতে হলুদের সমারোহ। সরিষা ফুলের অপরূপ দৃশ্য আকৃষ্ট করে যে কাউকে। অনেকেই হলুদ রঙের লোভ সামলাতে না পেরে ফসলি জমিতে নেমে পড়েন সেলফি তুলতে। সেই সঙ্গে ফুল থেকে মৌমাছির ঝাঁকের মধু সংগ্রহ চোখে পড়েছে। আর খেতে খেতে উড়ে বেড়াচ্ছিল পাখির দল, খাচ্ছিল বিভিন্ন ক্ষতিকর পোকামাকড়।

উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের পশ্চিম খানাটারী গ্রামের আবদুল মান্নান বলেন, ‘প্রতিবছরের মতো এ বছরও জমিতে সরিষা বুনেছি। এক বিঘা বা ৩৩ শতাংশ জমিতে সরিষা বুনতে খরচ হয় সাড়ে ৫ হাজার টাকার মতো। ফলন আসে ৮ থেকে ১০ মণ। বর্তমান বাজার দরে বিক্রি করলে ৩৫ থেকে ৪০ হাজার টাকা বিক্রি করা যাবে।’

নোহালী ইউনিয়নের আরেক সরিষাচাষি নোয়াব আলী জানান, সরিষা অত্যন্ত লাভজনক ফসল। এ বছর প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা আছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, গঙ্গাচড়ার নয় ইউনিয়নে চলতি রবি মৌসুমে ২৯০ হেক্টর জমিতে সরিষার বীজ বপন করা হয়েছে। উপজেলায় অন্যান্য ফসলের তুলনায় সরিষার উৎপাদনে খরচ কম হয়। বাজারে ভালো দাম থাকায় চাষিদের এই ফসল চাষে দিন দিন আগ্রহ বাড়ছে। এবার আবহাওয়া অনুকূলে আছে। উপজেলায় সরিষার বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ