বরগুনায় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মো. জাবের হোসেন (১৭) নামের এক কিশোরকে কুপিয়ে জখম করেছে বখাটেরা। গত মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের দক্ষিণ বড়লবনগোলা এলাকায় এ ঘটনা ঘটে।
জাবের বুড়িরচর ইউনিয়নের বড় লবনগোলা এলাকার ইমাম হোসেনের ছেলে।
স্বজনেরা জানান, জাবেরের বোন স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া আসার পথে নিয়মিত উত্ত্যক্ত করতো ইমাম চৌধুরি (১৬)। এ নিয়ে গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে ইমামের সঙ্গে জাবেরের তর্ক হয়। এ সময় জাবেরকে দেখে নেওয়ার হুমকি দেয় ইমাম।
মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে বরগুনা শহরে আসার পথে ইমাম ও তাঁর সহযোগী দক্ষিণ রিমনসহ আরও কয়েকজন বড়লবনগোলা কড়াতকলের সামনে জাবেরের পথরোধ করে। এ সময় তর্কের একপর্যায়ে ছুড়ি দিয়ে জাবেরের পিঠে ও মাথায় আঘাত করে। পরে তাঁকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এসপি) মেহেদি হাসান বলেন, এ ব্যাপারে আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি।