কেরানীগঞ্জে ১০১ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে র্যাব। গত মঙ্গলবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. নাজু মিয়া (২৩) ও মো. বজলুর রহমান (২৬)।
র্যাব-১০, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চুনকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি ট্রাক, দুটি মোবাইল ফোন ও ৭৫০ টাকা জব্দ করা হয়।
মেজর ওবায়দুর রহমান বলেন, এ আটক ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। এ মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।