সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুল শিক্ষার্থী গণধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার চাটমোহর উপজেলার দাদকয়ড়া গ্রামে অভিযান চালিয়ে আসামি মো. মাসুদ রানাকে (২০) আরেক আসামি আব্দুল মাজেদকে (২৩) উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের কাশিনাথপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। গতকাল বুধবার সকালে তাঁদের আদালতে মাধ্যমে জেলে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার সলপ ইউনিয়নের এক স্কুল শিক্ষার্থীর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৭০ হাজার টাকা নেন আসামি চারজন। আবারও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করলে মেয়েটি দিতে অস্বীকার করলে তাঁকে কুপ্রস্তাব দেয় মামলার আসামি ইমন সেখ। গত ২৭ আগস্ট রাতে ওই শিক্ষার্থীকে জোর করে বাড়ির পাশে বাঁশ বাগানে নিয়ে রাকিব, মাসুদ রানা ধর্ষণ করেন। এ সময় ভিডিও ধারণ করে মাসুদের ভাই আব্দুল মাজেদ। এ ঘটনায় ৭ সেপ্টেম্বর শিক্ষার্থীর বাবা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেন।