জয়পুরহাটের আক্কেলপুরে পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হবে ১০ ডিসেম্বর। ওই সম্মেলন সফল করার লক্ষে নেতা-কর্মীদের সঙ্গে বর্ধিত সভার আয়োজন করেন পৌর আওয়ামী লীগ।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ কার্যালয়ের হল রুমে এ সভা হয়। সেখানে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক এনামুল হক।
পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম এতে সঞ্চালনা করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আক্কেলপুর পৌরসভার মেয়র শহিদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী, সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান কবির।
সভায় আরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও আক্কেলপুর প্রেসক্লাবের সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালা, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবলু, মজিবর রহমান, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক কাজী মুরাদ শাকিল।