হোম > ছাপা সংস্করণ

সেতু ভেঙে খালে, ভরসা সাঁকো

আজিজুর রহমান, চৌগাছা (যশোর)

যশোরের চৌগাছার পাতিবিলা ইউনিয়নের ভবানীপুর গ্রামের একটি খাল পারাপারের সেতু তিন বছর ধরে ভেঙে পড়ে আছে। তবে সেটি সংস্কার বা নতুন নির্মাণের কোনো উদ্যোগ নেই কোনো কর্তৃপক্ষের। গ্রামবাসী ভাঙা সেতুর স্থানে কোনো রকমে বাঁশের সাঁকো (চরাট) দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

একপর্যায়ে স্থানীয় যুবকেরা ভাঙা সেতুর ওপর কোনোমতে বাঁশের চটা দিয়ে একটি সাঁকো (চরাট) তৈরি করেন। তিন বছর ধরে গ্রামের মানুষ এই সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

স্থানীয়রা জানান, সেতুটি ভেঙে যাওয়ার পর গ্রামের লোকজন স্থানীয় জনপ্রতিনিধিসহ উপজেলা প্রকৌশল অফিসকে জানান। এর পর জনপ্রতিনিধি বা প্রকৌশল অফিসের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে আশ্বাস দিলেও তিন বছরে সেতুটি নির্মাণ বা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

গ্রামের হাফিজুর রহমান, হোসেন আলী, সানাউল্লাহ বলেন, কৃষকের মাঠের ফসল তোলার একটি মাত্র রাস্তা এটি। সেই রাস্তার সেতু তিন বছর আগে ভেঙে গেছে।

গৃহবধূ হাজেরা খাতুন ও খাদিজা বেগম বলেন, ভাঙা সেতুর ওপর বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে তাঁদের বিদ্যালয়ে যেতে হচ্ছে। ভয়ে থাকি কখন কোনো শিশু খালের পানিতে পড়ে যায়।

পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল বলেন, ‘বিষয়টি উপজেলা প্রকৌশল অফিসকে তখনই জানিয়েছি।’

চৌগাছা উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান বলেন, ‘আমরা কয়েকবার ঘটনাস্থলে গিয়েছি। সেখানে সেতু হওয়া জরুরি। প্রকৌশল বিভাগের মাধ্যমে কাজ করতে কিছুটা দেরি হওয়ায় সেটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসকে জানানো হয়েছে।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহমেদ বলেন, ‘সেতুটি অনেক আগেই নির্মাণ হয়ে যেত, কিন্তু করোনার কারণে হয়নি। সেতুটি আমাদের অগ্রাধিকার তালিকায় রয়েছে। নতুন অর্থ-বছরে সেখানে নতুন সেতু নির্মাণ করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ