নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ছিনতাই ও মাদক মামলার পলাতক আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার গুয়াতা গ্রামে গত সোমবার রাতে অভিযান চালিয়ে রুবেল হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই রাতে উপজেলার এনায়েতপুর গ্রামে অভিযান চালিয়ে আরেক মামলার আসামি মিলন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
রাণীনগর থানার ওসি মো. শাহিন আকন্দ বলেন, গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে নাটোরের সিংড়া থানায় ছিনতাইয়ের একাধিক মামলা ছিল। রাণীনগর থানায় দায়ের করা মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল তাঁর বিরুদ্ধে। গ্রেপ্তারকৃতদের গতকাল মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।