ঘাটাইলে হেরোইনসহ মোজাফ্ফর হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার পোড়াবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে আট পুরিয়া হেরোইন উদ্ধার করা হয় বলে পুলিশের দাবি। মোজাফ্ফর কালিহাতী উপজেলার দক্ষিণ ডেতডোবা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, রোববার রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) বাবুল হোসেন উপজেলার পোড়াবাড়ি থেকে মাদক মোজাফ্ফরকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর কাছ থেকে ৮ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছ পুলিশ। উদ্ধার করা হেরোইনের বাজার মূল্য ৫০ হাজার টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পরে গতকাল সোমবার সকালে তাঁকে আদালতের মাধ্যমের জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে কালিহাতী থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানা গেছে।