ডেন্টাল কলেজে (বিডিএস) ২০২১–২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে গত রোববার। পরীক্ষায় মেধাতালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন অমিত
সাধু। তিনি সাতক্ষীরার তালা উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করেছেন।
শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, অমিত সাধুর প্রাপ্ত নম্বর ৯১ দশমিক ৭৫। মোট নম্বর ২৯১ দশমিক ৭৫। তিনি পাইকগাছা উপজেলার নাছিরপুর গ্রামের প্রদীপ সাধুর ছেলে।
এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার ৬৫ হাজার ৯০৭ জন শিক্ষার্থী ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। প্রতি আসনের জন্য ১২১ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন। এ সংখ্যা অন্যবারের চেয়ে অনেক বেশি।
অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে শীর্ষ স্থান অর্থাৎ প্রথম হয়েছেন নাসরিন সুলতানা ইভা। তিনি লিখিত পরীক্ষায় ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়েছেন। ইভা ঢাকা মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন।
তিনি প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। মেধাতালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন অমিত সাধু। মেধাতালিকায় তৃতীয় স্থান অধিকার করেছেন মোছা. ফারিয়া রহমান মাইশা। তিনি রাজধানীর হলিক্রস কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।