আগৈলঝাড়ায় পর্নোগ্রাফি আইনের মামলার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের একটি গ্রামের এক বাসিন্দার মেসেঞ্জারে তাঁর স্ত্রীর বিভিন্ন ধরনের অশালীন ছবি পাঠাতেন মামলার আসামিরা।
এ কারণে গত ১৪ অক্টোবর ওই নারী বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে বরিশাল আদালতে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।
ওই মামলার আসামি উপজেলার বাকাল ইউনিয়নের সিঞ্চন বাড়ৈকে জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক মো. জুয়েল হাওলাদার তার গৌরনদীর বাসা থেকে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামি সিঞ্চন বাড়ৈ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী পদে কর্মরত রয়েছে। সিঞ্চন বাড়ৈকে গতকাল বুধবার দুপুরে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ডিবি পুলিশের উপপরিদর্শক মো. জুয়েল হাওলাদার সাংবাদিকদের বলেন, আসামির বিরুদ্ধে মামলার ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।