হোম > ছাপা সংস্করণ

বালু তোলার প্রতিবাদ, ছয় যুবককে নির্যাতন

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু তোলার প্রতিবাদ করায় ছয় যুবককে বাড়িতে ডেকে নির্যাতনের অভিযোগ উঠেছে তোতা মিয়া নামের এক আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনী এলাকায় ঘটনাটি ঘটেছে।

তোতা মিয়া উপজেলার সিংগীমারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

ভুক্তভোগী যুবকদের দাবি, কয়েক মাস ধরে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিভিন্ন স্থানে বিক্রয় করছে একটি চক্র। এই চক্রের মূল হোতা তোতা মিয়া। নদী থেকে বালু তোলায় হুমকিতে রয়েছে ফসলি জমি ও বসতবাড়ি। তাই সিংগীমারী ইউনিয়নের যুবক হাসানুজ্জামান হাসান, রুমন, মামুন, আনিছুর, আকাশ, আরিফ প্রতিবাদ করলে তোতা বাড়িতে ডেকে নিয়ে তাঁদের ঘরের মধ্যে আটককে রাখেন। এরপর তাঁদের অকথ্য ভাষায় কথা বলেন, মারধর ও নির্যাতন করে ছেড়ে দেন।

ভুক্তভোগী আনিছুর বলেন, ‘তোতা মিয়াসহ কয়েকজন নদী থেকে বালু তুলে বিক্রি করছেন। আমরা প্রতিবাদ করলে তোতা ও তাঁর ছেলে আমাদের বাড়িতে ডেকে নিয়ে ঘরে আটকে রেখে মারধর করেন।’

এ বিষয়ে তোতা মিয়া বলেন, ‘ওই যুবকদের সঙ্গে আমার এমনি কথা হয়েছে। তাঁদের কোনো মারধর ও নির্যাতন করা হয়নি।’

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ