হোম > ছাপা সংস্করণ

সেরাটা দিয়ে জয় চান রোহিত

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ভারত। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে তৃতীয় ফাইনালের হাতছানি দলটির সামনে। এ জন্য আজ তাদের অ্যাডিলেডে সেমিফাইনালে হারাতে হবে ইংল্যান্ডকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে ফেবারিট হিসেবেই খেলতে এসেছে ইংলিশরা। ব্যাটিং-বোলিংয়ে জস বাটলাররা ভারসাম্যপূর্ণ দল। তাই দলটিকে বিপজ্জনক মনে করছেন রোহিত শর্মা। তাদের বিপক্ষে জিততে হলে সেরাটাই দিতে হবে জানালেন ভারতের অধিনায়ক, ‘আমাদের প্রতিপক্ষ খুবই বিপজ্জনক। তারা এই প্রতিযোগিতায় সত্যিই ভালো খেলছে। তাই দলটির বিপক্ষে জিততে আমাদের সেরাটা দিতে হবে।’

গত জুলাইয়ে বাটলারদের মাঠেই টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ভারত। ওই সিরিজ ভারতের প্রেরণা হবে কি না—এমন প্রশ্নে রোহিতের জবাব, ‘এটি আমাদের আত্মবিশ্বাস দেবে। তবে আপনাকে নির্দিষ্ট দিনে ভালো করতে হবে।’

পূর্বের কোনো হিসাব মাথায় রাখতে চান না রোহিত। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ইংল্যান্ডকে দক্ষতা দিয়ে সতীর্থদের মোকাবিলার করতে বলেছেন তিনি, ‘আমাদের দক্ষতার সঙ্গে ভালো হতে হবে। ফাইনালে যেতে হলে, কেবল তাদের চেয়ে ভালো হতে হবে। আমি মনে করি না, অতীতের রেকর্ড খুব বেশি গুরুত্বপূর্ণ।’

সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দিনেশ কার্তিককে বসিয়ে ঋষভ পন্তকে নিয়ে মাঠে নামে ভারত। সেমিতে উইকেটের পেছনে কে থাকবেন এ নিয়ে রোহিত বলেছেন, ‘পন্ত ও কার্তিক—দুজনই আমাদের বিবেচনায় রয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ